ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় মাদক রাখার দায়ে আসাদুজ্জামান ফিরোজ নামে এক চিকিৎসককে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। প্রমাণ না পাওয়ায় জয়নাল আবেদীন জয় এবং নাহারুল ইসলাম নামে দুইজনকে বেকসুর খালাশ দেয়া হয়। রায় ঘোষণা শেষে আসামি ডা. আসাদুজ্জামান ফিরোজকে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায় ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর উপজেলার নাজারুল মালিথার ‘স’ মিলের ভিতর মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবন কালে কুষ্টিয়া সরকারি টিভি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান ফিরোজ, জয়নাল আবেদীন জয় এবং নাহারুল ইসলামকে আটক করে পুলিশ। এ সময় তাদের দেহ ও ঘর তল্লাশি করে ২০০০পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জান উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরপুর থানায় মাদক আইনে মামলা হলে সে মামলায় রায় দেন আদালতের বিচারক।