ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপল উন্মোচন করেছে আরও শক্তিশালী চিপ। যা ম্যাকবুক ল্যাপটপের নতুন সংস্করণে থাকছে। চিপগুলো হলো ‘এম১ প্রো’ এবং ‘এম১ ম্যাক্স’।
প্রতিষ্ঠানটি এমন এক সময় নতুন চিপের ঘোষণা দিল, যখন তারা দাবি করেছিল যে বিশ্বব্যাপী চিপের ঘাটতির কারণে অ্যাপল তার আইফোন ও কম্পিউটার লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন কমিয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) অ্যাপল তাদের ওয়েবসাইটে বলে, ‘আজ নতুন চিপ ‘এম১ প্রো’ এবং ‘এম১ ম্যাক্স’ দ্বারা চালিত ম্যাকবুক প্রো উন্মোচন করা হয়েছে।’
এর আগে ২০২০ সালে প্রতিষ্ঠানটি তার নিজস্ব ডিজাইনে প্রথম ম্যাক কম্পিউটার বাজারে আনে। যাতে রয়েছে সিলিকন চিপ। তার এক বছরের মাথায় নতুন চিপের ঘোষণা দিল অ্যাপল।
প্রযুক্তি শিল্প নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান গার্টনারের বিশ্লেষক মিকাকো কিটাগাওয়া অ্যাপলের নতুন চিপের বিষয়ে বলেন, ‘এগুলোর পারফরম্যান্স বেশ উন্নত।’
অ্যাপল দাবি করছে, তাদের নতুন চিপগুলো বর্তমানের সর্বাধিক ক্ষমতা সম্পন্ন ‘৮ কোর’ এর কম্পিউটার থেকে ১ দশমিক ৭ শতাংশ বেশি গতি দেবে। এগুলো গেমের জন্য দুর্দান্ত। তবে তাদের এই দাবি নিয়ে এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) গ্রেগ জোসভিয়াক বলেন, ‘নতুন ম্যাকবুক চালু করতে পেরে আমার আনন্দিত। এর পারফরম্যান্স অসাধারণ। দুর্দান্ত ব্যাটারির ক্ষমতা।’ সূত্র: বিবিসি, অ্যাপল ওয়েবসাইট