ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শুক্রবার বেলা ২ টার দিকে নগরীর ২৩ নং ওয়ার্ডের পাঁচানী মাঠ ঈদগাহ্ ময়দানে বৃক্ষরোপণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দীন জসির, সহ-সভাপতি আমিনুল ইসলাম মুক্তা, আবুল কালাম আজাদ, পাঁচানী মাঠ জামে মসজিদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নগর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ওমর ফারুক নয়ন, সাংস্কৃতিক সম্পাদক সুলতানুর আরেফিন, পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, নগর ছাত্রলীগের সাহিত্য সম্পাদক রাশেদুল করিম রোজেল, বোয়ালিয়া (পূর্ব) থানা কৃষক লীগ সভাপতি জিয়াউল হক লিটন, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রেহান জাফর বিশাল প্রমুখ।