ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আগামী ১১ নভেম্বর ২য় দফায় অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮ টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যপদে প্রতিদ্বন্দী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বুধবার রিটার্নিং কর্মকর্তারা তাদের প্রতীক বরাদ্দ দেন।
এদিকে, প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন। উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জন, সাধারণ সদস্য পদে ২৭৪ জন ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১০৬ জন নির্বাচনে প্রতিদ্বন্দীতা করবেন। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৯ জন বিএনপি নেতা নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন। চৌডালা ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান প্রতিদ্বন্দীতা করছেন।
তারা হলেন, আনসারুল হক (নৌকা), গোলাম কিবরিয়া হাবিব (আনারস) ও তার স্ত্রী শামীম আরা বেগম (চশমা) এবং নুরে আলম সিদ্দিকী খলিল হাজী (অটোরিকসা)।
বোয়ালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দীতা করছেন। তারা হলেন, জিল্লুর রহমান লালু(আনারস),সালেহউদ্দিন বাবলু মাষ্টার (অটোরিকসা) ও সামিউল আলম শ্যামল (নৌকা)।
রাধানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দীতা করছেন। তারা হলেন, মতিউর রহমান মতি (আনারস) ও মামুনুর রশিদ (নৌকা)।
পার্বতীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন। তারা হলেন, লিয়াকত আলী (নৌকা),মোয়াজ্জেম হোসেন( আনারস) ও নজরুল ইসলাম (চশমা)।
আলীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদেপ্রতিদ্বন্দীতা করছেন ৩ জন। তারা হলেন, তরিকুল ইসলান (নৌকা)আবুল কাসেম মাসুম (আনারস) ও সরফরাজ নেওয়াজ সুজন (চশমা)।
বাংগাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন। তারা হলেন, সাদেরুল ইসলাম (নৌকা), আমিজুল ইসলাম সুমন (মোটরসাইকেল) ও
শহিদুল ইসলাম (আনারস)।
রহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন।তারা হলেন, তোফিজুল ইসলাম (নৌকা), ওবাইদুর রহমান (চমশা) ও৷ মনিরুজ্জামান সোহরাব (আনারস)।
গোমস্তাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৪ জন। তারা হলেন, জামাল উদ্দিন মন্ডল (নৌকা),আনোয়ার হোসেন (ঘোড়া), আবুল কালাম আজাদ মিঠু (আনারস) ও আব্দুল্লাহ আল রায়হান (চশমা)।