ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। স¤প্রতি ঘটে যাওয়া সা¤প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে এই মানববন্ধন কর্মসূচী পালন করেছেসনাক।
বৃহস্পতিবার সকাল ১০ টার নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনকালে বক্তব্য রাখেন, সনাক সভাপতি রনেন রায়, সহ সভাপতি পরিতোষ অধিকারী ও শামীমা আক্তার বিথি, সদস্য অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম নান্টু, স্বজন সদদস্য সাইফুল হুদা বজুসহ সনাক ও স্বজন সদস্যবৃন্দ। মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ, টিআইবি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
এ সময় বক্তারা বলেন কুমিল্লার নানুয়া দীঘির পাড় পূজা মন্ডপ, কুড়িগ্রামের উলিপুর মন্দির, বান্দরবানের লামা মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দিরে ও মন্ডপে ভাংচুর, সংখ্যালঘুদের বাড়িঘরে লুটতরাজ ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানান।
তারা বলেন, বিচারহীনতার কারণেই বারবার এদেশের সা¤প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে যা স্বাধীনতা যুদ্ধের রূপরেখার পরিপন্থী। তাই এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তারা।