ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে সোমবার সকাল ১০টায় নওগাঁর রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তর আলোচনা সভা, ঋণের চেক ও সনদপত্র বিতরন অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচির প্রথমেই উপজেলা পরিষদ মিলনায়তনে সফল উদ্যোক্তা আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, সহকারি প্রোগ্রামার কামরুজ্জামান, জাইকার প্রতিনিধি সুমন রায়।
অনুষ্ঠান শেষে যুব প্রশিক্ষন গ্রহণ করা উপজেলার ৭জন যুবক ও যুব নারীদের মাঝে ৫ লাখ ৪৫ হাজার টাকা এবং জাইকার উদ্যোগে যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষন গ্রহণকারী ২৫ জনের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।