ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : পটুয়াখালীর বদরপুরে পিকনিকের বাসের ধাক্কায় শামিম বিশ্বাস (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এসময় তার মোটরসাইকেলটি আগুন ধরে পুড়ে যায়।
শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে বদরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শামিম বিশ্বাস ইটবাড়ীয়া ইউনিয়নের কাছিছিড়া গ্রামের সোহরাব বিশ্বাসের ছেলে। তিনি পটুয়াখালী নিউ মার্কেটের সতসা সুজ এর মালিক।।
এলাকাবাসী ও পটুয়াখালী সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, শামিম বিশ্বাস মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি ইটবাড়ীয়া ইউনিয়নের কাছিছিড়া থেকে পটুয়াখালী আসছিলেন। পথে বদরপুর বাসস্ট্যান্ড মোড়ে মহাসড়কে ওঠার সময় বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাওয়া পিকনিকের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে শামিম ছিটকে রাস্তায় পড়ে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত পান। এসময় মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়।
পরে শামিমকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় তিনি মারা যান।
এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, আটক বাসটি থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।