ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৫ জন, তানোর থানা ৩ জন, বাগমারা থানা ১ জন, পুঠিয়া থানা ৩ জন, চারঘাট মডেল থানা ১ জন, বাঘা থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ২ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ মোস্তফা (৩৮) কে ২০ গ্রাম হেরোইনসহ আটক করে। তানোর থানা পুলিশ শহিদুল ইসলাম (৪৩) কে ২.০৫গ্রাম হেরোইন এবং সেলিম রেজা (৩৬) কে ২.৯৫গ্রাম হেরোইনসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ আলমগীর হোসেন (৪১) কে ৫০গ্রাম গাঁজা এবং আবু বক্কর (৪০) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে।
অপরদিকে, চারঘাট মডেল থানা পুলিশ সোয়েব আলী(৩৪) কে ১০গ্রাম গাঁজাসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক তানোর থানা এলাকা হতে মইজুদ্দিন (৪১) কে ৫০০গ্রাম গাঁজা ও ৮ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।