ধূমকেতু নিউজ ডেস্ক : নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। সম্প্রতি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই অভিনেতা। হঠাৎ অসুস্থ হলে পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করেন। তারপর ডাক্তারের পরামর্শে গত ৬ নভেম্বর রাতে নাইমের বাইপাস সার্জারি করা হয়।
প্রথমে তাকে আইসিইউতে রাখা হলেও পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ায় বাসায় ফিরেছেন চিত্রনায়ক নাঈম।
বিষয়টি জানিয়েছেন নাঈমের স্ত্রী চিত্রনায়িকা শাবনাজ। ফেসবুকে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে নাইম সুস্থভাবে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এই কঠিন সময়ে আমাদের সহযোগিতা ও সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক। এছাড়া শাবনাজ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’
চিত্রনায়ক নাঈম ১৯৯১ সালে প্রয়াত বিখ্যাত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম। ক্যারিয়ারের মধ্য গগনে থাকা অবস্থায় ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা শাবনাজকে। শোবিজে সুখী দম্পতিদের মধ্যে এগিয়ে রাখা হয় তাদের।
বর্তমানে তিনি বেশিরভাগ সময় টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলেই কাটান। অভিনয় থেকে আড়ালে চলে যাওয়া নায়ক নাঈম সেখানে পৈতৃক কৃষিজমি ও ব্যবসা নিয়ে ব্যস্ত। নাঈম স্যার নবাব সলিমুল্লাহ’র বংশধর। মায়ের সূত্রে তিনি টাঙ্গাইল করটিয়া জমিদার বাড়ির সন্তান।