ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনার চাটমোহরে একটি মন্দিরের জানালা ভেঙ্গে বেশকিছু নারায়ন শিলা পাথরসহ শিবলিঙ্গ চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ।
চাটমোহর উপজেলার হান্ডিয়াল মধ্য বাজারে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে শনিবার রাত আটটায় মন্দিরে পাঠ কীর্তন ও আরতী শেষে ভক্তরা চলে যায়।
রোববার ভোররাতে ফুল তুলতে গিয়ে স্থানীয়রা মন্দিরের জানালা ভাঙ্গা দেখতে পান। পরে ভেতরে গিয়ে চুরির বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন তারা।
চোরেরা ৪টি কষ্ঠি পাথরসহ ২৯টি নারায়ন শিলা পাথর, একটি শিবলিঙ্গ, চারটি পিতলের আসন ও একটি কাঠের আসন চুরি করে নিয়ে গেছে।
খবর পেয়ে চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন ঘটনাস্থল পরিদর্শণ করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।