ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় ট্রাকচাপায় কাশেম সর্দ্দার (৫৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের লাহিনী বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কাশেম সর্দ্দার কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের মৃত আহম্মেদ মন্ডলের ছেলে।
এদিকে ঘটনাস্থলে উত্তেজিত জনতার গণধোলাইয়ে মারাত্মকভাবে আহত হন ট্রাকচালক। তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করালে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশ কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম জানান, দুপুরের দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের লাহিনী বটতলায় রাজবাড়ীগামী একটি ট্রাক রিকশাকে চাপা দিলে রিকশাচালক কাশেম সর্দার ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাটি তদন্ত করে মোটরযান ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।