ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ইউপি নির্বাচনে আলমপুর, উমার, জাহানপুর ও ইসবপুরে নৌকা প্রতীকের ৪ জন প্রার্থী ও ধামইরহাট, আগ্রাদ্বিগুন, খেলনা ও আড়ানগরে স্বতন্ত্র প্রার্থী ৪ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
২৬ ডিসেম্বর রাত ৮ টা থেকে মধ্যরাত পর্যন্ত ফলাফল ঘোষণা করেন স্থানীয় নির্বাচন অফিস। উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন জানান, ৮টি ইউয়িনের চেয়ারম্যান পদে ৭৪টি কেন্দ্রের ফলাফলে ১ নম্বর ধামইরহাট ইউনিয়নে স্বতন্ত্র (আ’লীগ বিদ্রোহী) এটিএম বদিউল আলম (ঘোড়া) ৭ হাজার ৮৮১ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী কামরুজ্জামান পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট।
২নং আগ্রাদ্বিগুন ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) ইসমাইল হোসেন মোস্তাক (মোটরসাইকেল) ৫ হাজার ৬৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী নৌকা প্রতীকের প্রার্থী সালেহ উদ্দীন পেয়েছেন ৩ হাজার ৬৮৬ ভোট। ৩ নম্বর আলমপুর ইউনিয়নে নৌকার প্রতিকের প্রার্থী ওসমান গণী ৬ হাজার ৮৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র জামায়াত) আতাউর রহমান (আনারস) পেয়েছেন ৫ হাজার ৬১১ ভোট। ৪নম্বর উমার ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক সরকার ৫ হাজার ৪৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) মাসুদুর রহমান মাসুদ (আনারস)পেয়েছেন ৩ হাজার ৭৩৫ ভোট।
৫ নম্বর আড়ানগর ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী যুবলীগ বিদ্রোহী) জনপ্রিয় প্রার্থী মোসাদ্দেকুর রহমান (ঘোড়া) ৬ হাজার ৮৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান আলী কমল পেয়েছেন ৬ হাজার ২৯৯ ভোট। ৬নম্বর জাহানপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া ৬ হাজার ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) ওসমান আলী (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ৯১৩ ভোট।
৭ নম্বর ইসবপুর ইউনিয়নে নৌকার প্রার্থী মাহফুজুল আলম লাকী ৬ হাজার ৪৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল) পেয়েছেন ৫ হাজার ৯১২ ভোট এবং ৮নম্বর খেলনা ইউনিয়নে (স্বতন্ত্র বিএনপি) আলহিল মাহমুদ চৌধুরী (আনারস) ৩ হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী জনপ্রিয় নেতা নাজমুল হোসেন পেয়েছেন ৩ হাজার ৬১৬ ভোট।
২৭ ডিসেম্বর দিনভর বিজয়ী প্রার্থীদের কর্মী সমর্থকরা ভিড় জমান ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।