ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের আলমগীর হোসেন সিএনজি চালক থেকে এখন ঝাল সিঙ্গাড়া বিক্রেতা। ঝাল সিঙ্গাড়ার পাশাপাশি শুরু করেছেন চা বিক্রয়ও।
বলা চলে জীবনযুদ্ধে এক অপরাজিত সৈনিক। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের মুক্তিযোদ্দা মোড়ে ঝাঁল সিঙ্গাড়ার সাথে চা ও বিক্রি করতে দেখা যায় তাকে। দৈনিক ৭ শত থেকে ৮ শত টাকা বিক্রি করে থাকেন তিনি।
প্রাণঘাতী করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় এক পর্যায়ে মানবেতর জীবন-যাপন করতে হয়ে ছিল তাকে। এখন শিক্ষা-প্রতিষ্ঠান খোলার কারণে ঘুরে দাঁড়ানোর চেষ্ঠা করছেন তিনি।
ঝাঁল সিঙ্গাড়া ও চা বিক্রেতা আলমগীর হোসেন জানান, বর্তমানে প্রচন্ড শীত পরেছে, বিনা কারনে ঘর থেকে মানুষ বের হচ্ছে না। তাছাড়া নিজেরও কোনো সিএনজি নেই। তাই নিরুপায় হয়ে ভাড়ায় নেওয়া সিএনজি চালনা বাধদিয়ে উপজেলার হাটপাঙ্গাসী থেকে ভদ্রঘাট বাজারের সড়কের মুক্তিযোদ্ধা মোড়ে একটি জায়গা ভাড়া নিয়ে দোকান চালাচ্ছি।
তিনি আরও জানান, ভোরবেলা থেকে সকাল ৮ টা পর্যন্ত পরোটা, সকাল ১০ টার পরে সারাদিন চলে চা ও ঝাঁল সিঙ্গাড়া। সিএনজি চালক থেকে ঝালঁ সিঙ্গাড়া ও চা বিক্রেতা আলমগীর নামেই পরিচিত। এখন ঝালঁ সিঙ্গাড়া ও সারাদিন চা বিক্রি করেই চলে আলমগীরের সংসার।