IMG-LOGO

শুক্রবার, ২০শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বড়পুকুরিয়া খনিতে কয়লার পাহাড়, উৎপাদন ব্যাহতের শঙ্কালালপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান যাত্রীর মৃত্যুকাউন্সিলর ইস্যুতে নিজের অবস্থান জানালেন সারজিস আলমদুর্নীতির তদন্তে নাম জড়াল ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকেরসাদপন্থি নেতা মাওলানা মুয়াজ বিন নূর গ্রেপ্তারবাংলাদেশ কি ওয়ানডের শোধ টি-টোয়েন্টিতে নিলঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য উজানখলসী ইউনিয়ন ভূমি অফিসমোহনপুরে তথ্য প্রাপ্তি ও জলবায়ু পরিবর্তনে করণীয় শীর্ষক সভাবাঘা সংগ্রামী দলের কমিটি বিলুপ্ত‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অনড় সৌদি’মা হলেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যবিএনপির চেয়ারপারসন অসুস্থ থাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিতব্যাংক ডাকাতিকালে ৩ ডাকাতের আত্মসমর্পণগোমস্তাপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষারুপালি ব্যাংকের জিম্মিদের উদ্ধারে যেকোনো সময় পুলিশের অভিযান
Home >> রাজনীতি >> চারঘাটে পুনরায় ভোট গণনার দাবি ওয়ার্কার্স পার্টির প্রার্থীর

চারঘাটে পুনরায় ভোট গণনার দাবি ওয়ার্কার্স পার্টির প্রার্থীর

ধূমকেতু প্রতিবেদক : নির্বাচনে প্রশাসনের সহযোগিতায় কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করে নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল স্থগিত এবং পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে ওয়ার্কার্স পার্টি মনোনিত প্রার্থী।

মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরীর ওয়ার্কার্স পার্টি জেলা ও মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন, ওয়ার্কার্স পার্টির মনোনিত প্রার্থী মতিউর রহমান তিনি। তিনি নির্বাচনে হাতুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করেছিলেন।

তিনি বলেন, নির্বাচনে প্রতীক নির্ধারনের পর থেকে নৌকা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান মধুর কর্মিরা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিলো। মধুর ভাই লিটন কর্মিদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়। পাটিয়াকান্দি, ধর্মহাটায় এলাকায় আমাদের কর্মিদের লাঞ্ছিত পোস্টার-ব্যানার ছেঁড়াসহ নির্বাচনী অফিসও ভাঙচুড় করে। নির্বাচনী প্রচারে বাধা দেয়। এসব বিষয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে অভিযোগ দিলেও তারা কোন ব্যবস্থা নেয়নি।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন কর্মকর্তাদের সাথে সখ্যতা গড়ে তুলে নিজের পছন্দ মতো প্রিজাইডিং অফিসার, পুলিশকে দায়িত্ব দেয়া হয়। যাদের দায়িত্ব দেয়া তারা সবাই হাসানুজ্জামান মধুর ঘনিষ্ট।

তিনি বলেন, এসব কর্মকর্তাদের দায়িত্বে রেখে সরদহ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডের কেন্দ্রে প্রকাশ্যে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে মধুর কর্মিরা প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারে। জাল ভোট দিয়ে গিয়ে চারজনকে ধরলেও পুলিশ তাদের ছেড়ে দেয়। পরে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। নির্বাচন শেষ হওয়ার আগে আমার এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেয় প্রিজাইডিং অফিসাররা। কিছু কিছু কেন্দ্রে দেখানো হয় শতভাগ ভোট।

তিনি আরও বলেন, ৭,৮,৯ নম্বর ওর্য়াড কেন্দ্রগুলোর ফলাফল আটকে রাখা হয়। যেখানে সর্বচ্চো ২৮ শত ভোট পেয়েছিলাম আমি। কিন্তু প্রিজাইডিং অফিসার ক্ষমতাবলে আমার ফলাফল পরিবর্তন করে ফেলে।

তিনি বলেন, সরদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসারের যোগসাজশে কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করে নৌকা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান মধুকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সরদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল স্থগিত এবং পুনরায় ভোট গণনার দাবি জানান ওয়ার্কার্স পার্টি মনোনিত হাতুড়ি প্রতীকের প্রার্থী মতিউর রহমান তপন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা, নগর সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাড. এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news