ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় মোট পাসের হার ৯৩.৫৮ শতাংশ। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফল প্রকাশ করেন। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষাবোর্ড সমূহ থেকে পাওয়া তথ্যমতে, ঢাকা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ১৫ শতাংশ। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। ময়মনসিংহে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। যশোর বোর্ডে ৯৩ দশমিক শূন্য ৯ শতাংশ। বরিশাল বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। রাজশাহীতে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ। কুমিল্লা ৯৬ দশমিক ২৭ শতাংশ। চট্টগ্রাম বের্ডে ৯১ দশমিক ১২ শতাংশ। সিলেট বোর্ডে ৯৬ দশমিক ৭৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
এছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। কারগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।
উল্লেখ্য, মহামারি করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার নয় মাস পিছিয়ে গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। সব বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে পরীক্ষার্থী ছিলো ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।