ধূমকেতু প্রতিবেদক, নাচোল : শনিবার বছরের প্রথম দিনেই চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রাথমিক, ইবতেদায়ী, কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও দাখিল পর্যায়ের ৩লাখ ৬হাজার ৮শ’ ৯৫জন শিক্ষার্থীর মাঝে সরকারী বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এবছর বৈশ্মিক মহামারী করোনা সংক্রমনের ঝুঁকি মোকাবেলার কারণে আনুষ্ঠানিকভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহকৃত বইবিতরণ কার্যক্রম একযোগে করা সম্ভব হয়নি। পর্যায়ক্রমে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান জানান, এবছর মাধ্যমিক, দাখিল ও ইবতেদায়ী পর্যায়ের ২লাখ ৮৪হাজার ২শ’ ৩০ সেট নতুন বই পাওয়া গেছে। তবে এপর্যন্ত ১লাখ ৫৭হাজার ৫শ’ সেট বই শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ সম্পন্ন করা হয়েছে। বাকি বই পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো হবে।
অপরদিকে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম জানান, প্রাথমিক পর্যায়ের চাহিদার শতভাগ সরকারী বই পাওয়া গেছে। উপজেলার ৮৭টি সরকারি প্রাথমিক ও ৩৮টি কিন্ডারগর্টেনের ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ২২হাজার ৬শ’ ৬৫সেট বই শিক্ষার্থীদের মাঝে বিতরণের প্রক্রিয়া নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু করা হয়েছে। তবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অভিবাবক ও শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ শুরু করা হয়েছে।