ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে ইউএনও আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, মান্দা মমিন শাহানা সরকারি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবিব, গোটগাড়ি শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের শিক্ষার্থী দ্বিপান্নিতা রায়, মান্দা মমিন শাহানা সরকারি কলেজের শিক্ষার্থী শশিকণা রাণী প্রমুখ।
দুইদিন ব্যাপি এ মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮টি ষ্টল অংশ নিয়েছে। শেষে উপজেলা সমাজসেবা দপ্তরের পক্ষ থেকে প্রকল্প গ্রাম সদস্য ১৬ জন নারী ও পুরুষের মাঝে ৪ লাখ টাকা সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়।