ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ১৪৪ধারা জারির কারণে কাদের বিরোধী পক্ষের মানববন্ধন কর্মসূচি সফল হয়নি।
দলীয় স্বেচ্ছাচারিতা, বিভিন্ন অনিয়ম, দূর্ণীতি ও সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূলের মতামত উপেক্ষা করে ৪ ইউনিয়নে দলীয় প্রার্থী মনোনয়নের করণে বাংলাদেশ আওয়ামী লীগের ভরাডুবির জন্য তার বিরুদ্ধে পূর্ব নির্ধারিত আজকের মানববন্ধন কর্মসূচি নাচোলে জরুরী অবস্থা ঘোষণা করায় পন্ড হয়ে গেছে।
সোমবার পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচির প্রেক্ষিতে নাচোলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশংকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ রোববার রাতে নাচোলে ১৪৪ধারা জারি করেন। ফলে কাদের বিরোধী মানববন্ধন কর্মসূচি সফল করতে পারেনি বিরোধী পক্ষ। পরিস্থিতি মোকাবেলায় নাচোল বাসস্ট্যান্ডসহ পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা ১১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ পরিস্থিতি মনিটর করেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা চৌধুরী জানান, উভয় গ্রæপের মধ্যে সংঘর্ষ এড়ানোর জন্য ও আইনশৃংখলা সমুন্নত রাখতে সারাদিন পুলিশি টহল অব্যাহত থাকে।
সোমবার দুপুর ২টার সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের জন্য তার বহিস্কার দাবী করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও এর অংগসংগঠনের নেতাকর্মীরা একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের নিকট হস্তান্তর করেন।