ধূমকেতু নিউজ ডেস্ক : গত এক সপ্তাহ ধরেই দেশে শীত বাড়ছে। সেইসঙ্গে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে বাড়ছে অগ্নিকাণ্ডও। গত এক সপ্তাহে রংপুরে আগুনে দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
গত বছর শীতে আগুন পোহাতে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়ে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক সহকারী অধ্যাপক এম এ হামিদ বলেন, হাসপাতালে ভর্তি আগুনে দগ্ধ ২৪ জন নারী-পুরুষ ও শিশুর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, গত শনিবার সকাল ৮টার দিকে চুলায় আগুন পোহাতে গিয়ে শাড়ির পেছনে আগুন লেগে যায় মিঠাপুকুরের সামসুন্নাহারের। দগ্ধ হয়ে তিনি এখন হাসপাতালে ভর্তি।
এছাড়া, ঠাকুরগাঁও সদর উপজেলার দগ্ধ সাহেরা খাতুন (৬৫)। ফজরের নামাজ পড়ার পর বাড়ির বাইরে আগুন পোহাতে গিয়ে শাড়ির পেছনে আগুন লাগে তারও। আগুনে তার শাশুড়ির শরীরও ঝলসে গেছে। তারা দুজনেই হাসপাতালে ভর্তি আছেন।
এদিকে, আগুন পোহাতে গিয়ে কুড়িগ্রামের রৌমারীর চরাঞ্চলে তসলিমার এবং পীরগঞ্জ উপজেলার লালদীঘি এলাকার মমতাজ উদ্দিনের শিশুপুত্র সালামের পাসহ শরীরে বিভিন্ন অংশ দগ্ধ হয়। তাদেরসহ জেলার বিভিন্ন এলাকায় এক সপ্তাহে ২৪ জন দগ্ধ হয়েছে।