ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : কেন্দ্র দখল ও জেল-জরিমানার মধ্যে দিয়ে ৫ম ধাপে রাজশাহীর পুঠিয়া উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে বেলপুকুর ইউনিয়নে বেসরকারি ভাবে ৩৮২ ভোট বেশী পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (ঘোড়া) বদিউজ্জামান বদি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী (নৌকা) রাজিবুল হক। তিনি পেয়েছেন ৮ হাজার ৩৭৪ ভোট।
এদিকে, বানেশ্বর ইউনিয়নের মোট ভোট কেন্দ্র ১১টি এর মধ্যে ১০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে স্বতন্ত্রপ্রার্থী বিএনপি নেতা আব্দুর রাজ্জাক দুলাল (আনারস) দুই হাজার এক ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবুল কালাম আজাদ (নৌকা) পেয়েছেন ৯ হাজার ৯৩ ভোট।
অপরদিকে, বানেশ্বর ইউনিয়নের একটি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা জোরপূর্ক কেন্দ্র দখল নেয়। তারা ভোট কারচুপি শুরু করলে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন উপজেলা নির্বাচন অফিস। স্থগিত হওয়া ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৪ জন।
তবে দুপুরের দিকে বানেশ্বর ইউনিয়নের ৪টি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এরমধ্যে দিঘলকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দখল করে ব্যালট ছিনতায়ের ঘটনা ঘটে। এতে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থাগিত করা হয়। সেই সাথে বানেশ্বর হাই স্কুল, সৈয়দ করম আলী ও হাতিনাদা ভোটকেন্দ্র দখল নেওয়ার চেষ্টা করা হয়।
এসময় পুলিশ মোট তিনজনকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে দুজনকে ৮ মাসের জেল এবং দুই হাজার টাকা জরিমানা এবং অপর একজনকে পাঁচ দিনের জেল ও ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। বাকি সকল কেন্দ্রে সুষ্ঠ ভাবে ভোট গ্রহণ শেষ করা হয়
এদিকে বানেশ্বর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনজন প্রার্থী। সংরক্ষিত মহিলা সদস্যপদে ২০ জন। আর সাধারন সদস্যপদে ৬৯ জন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ২৯১ জন।
অপরদিকে, বেলপুকুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সংরক্ষিত মহিলা সদস্যপদে ১০ জন। আর ৯টি সাধারণ সদস্যপদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আর এই ইউপিতে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৫৭০ জন।