ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে জেঁকে বসেছে শীত। খেজুর গাছ থেকে নামছে মিষ্টি রস। বাড়িতে বাড়িতে চলছে পিঠাপুলির উৎসব। তাই রসের হাড়ি, পিঠার ছাঁচ, গুড়ের খুঁড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছে কুমারেরা। সারাদেশে কুমার শিল্প বিলীন হতে চললেও রাজশাহীর দুর্গাপুরের চিত্র ব্যতিক্রম। উপজেলার “দুর্গাপুর হিন্দুপাড়া” গ্রামের কুমাররা এখন ব্যস্ত সময় পার করছেন হরেক রকম মাটির তৈজসপত্র তৈরির কাজে।
পুরুষের পাশাপাশি এ কাজ অংশ নিচ্ছেন নারী, শিশু ও বৃদ্ধরাও। কাজ চলছে কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত। মাটি পোড়াতে চুল্লিতে আগুন দিলে পরিবারে সকলের উপস্থিতি থাকে। তবে আধুনিকতার আগ্রাসনে চাহিদা হ্রাস পেয়েছে ব্যাপক, সীমিত লাভে ধরে রেখেছেন বাপ-ঠাকুরদার দীর্ঘ দিনের পেশাকে। এসেছে শীত কনকনে ঠান্ডার সাথে ঘন চাদরে ঘেরা কুয়াশা বাহির থেকে ঘরেই থাকছেন অধিকাংশ মানুষ।
নতুন চালের পিঠাপুলির উৎসব চলছে ঘরে ঘরে। শীতকে ঘিরে কুমারেরা তৈরি করছেন মাটির নানান পণ্য। রস সংগ্রহের জন্য মাটির কোড়, গুড় তৈরির জন্য মাটির খুঁড়ি, ভাপা পিঠা তৈরির জন্য মাটির কলস এবং পিঠা তৈরির ছাঁচ চাহিদা সব থেকে বেশি থাকায় বিরামহীন ভাবে চলছে এসব মাটির তৈজসপত্র তৈরির কাজ।
উপজেলার বিভিন্ন বাজারে সপ্তাহে দুইদিন তাদের তৈরিকৃত পন্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। সেখানে, হাড়ি, বদনা, ঢাকুন, ফুলের টব, কলস, ব্যাংক, খোলা, পণ্যগুলো ৮ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪০ টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে। তবে নতুন সংযোজন শৌচাগার জন্য মাটির তৈরি পাট যা ১০ পিস বাড়িতে গিয়ে বসানোসহ ৪৮০০ টাকা মূল্য ধরা হচ্ছে।
ক্রেতা রুস্তম আলীর সাথে কথা হলে তিনি জানান, গুড় তৈরির জন্য গুরুত্বপূর্ণ মাটির খুঁড়ি এটিতে রেখেই জমাতে হয় গুড়। প্রতিবছর ভালো মানের নতুন খুঁড়ি কিনি এবার ৮ টাকা পিস নিলাম। কম দামে ভালো মানের জিনিস পেয়ে খুশি তিনি।
কুমার নিরেন চন্দ্র পাল বলেন, বর্তমানে এই পেশায় লাভ অনেক কম। বংশের পরম্পরার ঐতিহ্য ধরে রেখেছি মাত্র। চাহিদা কম থাকায় দাম অনেক কম, তবে পণ্যের দাম বাড়ালে বিক্রি আরও কমে যাবে তাইতো পূর্বের দামেই বিক্রি করী। এই শীতের মৌসুমে বেচাকেনা অনেক ভালো হচ্ছে। পূর্বের শীত উপলক্ষে অনেক পণ্য তৈরি করে রেখেছিলাম যা এখন বিক্রি করছি। আবহাওয়া অনুকুলে না থাকায় পণ্য তৈরিতে একটু সমস্যা হচ্ছে বলেও জানান তিনি।