IMG-LOGO

বৃহস্পতিবার, ২রা মে ২০২৪ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে মে দিবস উদযাপননন্দীগ্রামে মহান মে দিবস উদযাপনআজ দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছেমাধবপুরে ট্রাকচাপায় একই পরিবারের চারজনসহ নিহত ৫গ্রেফতার ঠেকাতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ ইসরাইলের প্রধানমন্ত্রীবিশ্বকাপে দল ঘোষণা অস্ট্রেলিয়ারনয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরুবৃষ্টিপাতের সময় জানাল আবহাওয়া অফিসইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সুনামির শঙ্কাশ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান : প্রধানমন্ত্রীধামইরহাটে চেয়ারম্যান প্রার্থী আজাহার আলীর গণজোয়ারপোরশায় কাঠের ‘স’ মিল ভূষ্মিভূতরাজশাহী মহানগর স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ মালিক সমিতি র‌্যালীলালপুরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তারবৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> আজকের দিনে ঘটে যাওয়া নানা ঘটনা

আজকের দিনে ঘটে যাওয়া নানা ঘটনা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ১০ জানুয়ারি, ২০২২, সোমবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১০৭২ – রবার্ট গিসকার্ড পালেরমো দখল করেন।

১৬১৬ – রাজদূত স্যার টমাস রো সম্রাট জাহাঙ্গীরের দরবারে হাজির হন।

১৬৪২ – রাজা প্রথম চার্লস সপরিবারে লন্ডন থেকে অক্সফোর্ডে পালিয়ে যান।

১৬৬৩ – ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস রাজকীয় আফ্রিকান উপনিবেশের সনদ মঞ্জুর করেন।

১৮১১ – যুক্তরাষ্ট্রের নিউ অরলেন্স অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ দাসদের এক বিদ্রোহ নিষ্ঠুরভাবে দমন করা হয়।

১৮১৫ – ব্রিটেনে সিলোনে (বর্তমান শ্রীলঙ্কা) ক্যান্ডির রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৮২৪ – ব্রিটিশ নাগরিক জোসেপ অ্যাসপডিন এক জাতের সিমেন্ট তৈরি করেন।

১৮৩৯ – ভারত থেকে প্রথম যুক্তরাজ্যে চা আসে।

১৮৬১ – ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়।

১৮৬৩ – লন্ডনে প্রথম পাতাল রেল চালু হয়।

১৮৮৯ – আইভরি কোস্টের ওপর ফ্রান্সের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।

১৯০১ – টেক্সাসে তেল শ্রমিকরা মহা ধর্মঘটে শামিল হয়।

১৯০১ – যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি এলাকায় খনন চালানোর সময় প্রচন্ড বেগে অপরিশোধিত জ্বালানি তেল বের হয়ে আসতে থাকে।

১৯২০ – লিগ অব নেশন্স প্রতিষ্ঠিত হয়েছিল।

১৯২৩ – ফ্রান্স আর বেলজিয়ামের সৈন্যবাহিনী জার্মানীর লুয় অঞ্চল দখল করে।

১৯৪০ – বিশ্ব ট্রেড ইউনিয়নের যুক্ত সমিতি প্রতিষ্ঠিত হয়।

১৯৪৬ – জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়।

১৯৪৮ – জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বমানবাধিকার দিবস ঘোষণা গৃহীত হয়।

১৯৫৭ – মেকমিলেন এডেনের স্থলাভিষিক্ত হয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন।

১৯৬৪ – পানামা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করে।

১৯৬৮ – চাঁদে মহাশূন্য যানের পদাপর্ণ এবং পৃথিবীতে ছবি প্রেরণ শুরু হয়।

১৯৬৪ – চীন আর তিউনিসিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৭২ – পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

১৯৭৫ – ৫শ বছরের পর্তুগিজ শাসন থেকে এঙ্গোলার স্বাধীনতা লাভ।

১৯৭৭ – অগ্ন্যুৎপাতে জায়ারে ২ সহস্রাধিক লোকের মৃত্যু হয়।

২০০২ – ১০ জানুয়ারী ডাভি আন্তর্জাতিক টেবিল-টিনিস ভ্রাম্যমান প্রতিযোগিতা চীনের থিয়েচিং শহরে অনুষ্ঠিত হয়।

জন্ম

১৫৫৪ – জার্মান জ্যোতির্বিজ্ঞানী সাইমন মারিয়াসের জন্ম।

১৮৮৩ – রুশ ঔপন্যাসিক আলেক্সেই‌ নিকলাইয়েভিচ তল্‌স্তোয় জন্মগ্রহণ করেন।

১৯১০ – শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলীর জন্ম।

১৯৭০ – সার্বিয়ান দাবা গ্রান্ডমাস্টার আলিসা মারিখ জন্মগ্রহন করেন।

১৯৭২ – আমেরিকান মুস্টিযোদ্ধা ব্রায়ান ললার জন্মগ্রহন করেন।

১৯৭৩ – আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় গ্লেন রবিনসন জন্মগ্রহন করেন।

১৯৭৪ – ভারতীয় অভিনেতা ঋত্বিক রোশন জন্মগ্রহন করেন।

১৯৭৫ – আমেরিকান ফুটবল খেলোয়াড় জ্যাক ডেলোমি জন্মগ্রহন করেন।

১৯৭৬ – আমেরিকান বেসবল খেলোয়াড় এডাম কেনেডী জন্মগ্রহন করেন।

১৯৭৮ – আমেরিকান গায়ক ব্রেন্ট স্মিথ জন্মগ্রহন করেন।

মৃত্যু

১৮৬২ – পিস্তল আবিষ্কারক শ্যামুয়েল কোল্ট মৃত্যুবরণ করেন।

১৯৫১ – নোবেলজয়ী [১৯৩০] মার্কিন ঔপন্যাসিক সিনক্লেয়ার লুইস মৃত্যুবরণ করেন।

১৯৫৭ – চিলির নোবেলজয়ী [১৯৪৫] মহিলা সাহিত্যিক গ্যাব্রিয়েল মিস্ত্রালের মৃত্যুবরণ করেন।

১৯৮২ – সঙ্গীত শ্রষ্টা সুধীন দাশগুপ্ত মৃত্যুবরণ করেন।

১৯৮৬ – নোবেলজয়ী [১৯৮৪] চেক কবি-সাংবাদিক ইয়ারোস্লাভ সেইফের্ত মৃত্যুবরণ করেন।

দিবস

আজ জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news