ধূমকেতু নিউজ ডেস্ক : বছরের প্রথম মাস জানুয়ারির ১৫ তারিখ আজ। দিনটিতে ঘটেছিল ঐতিহাসিক অনেক ঘটনা। চলুন জেনে নিই এই দিনে ঘটে যাওয়া ঘটনাগুলো-
১. ১২৫৬ সালের এই দিনে হালাকু খান দক্ষিণ-পশ্চিম এশিয়ার আলামুত (বর্তমান ইরানে অবস্থিত) দখল করে ধ্বংস করে ফেলেন।
২. বাংলাদেশে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করা হয় ১৯৭২ সালে।
৩. ১৭৮৪ সালে একই দিনে স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
৪. ১৮৩৯ সালে সেন্ট্রাল আমেরিকান ইউনিয়নের বিলুপ্তির পর এলসেলভাদর স্বাধীনতা লাভ করে।
৫. ১৮৭৩ সালের ১৫ তারিখ বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্গালয় ওরিয়েন্টাল থিয়েটারের উদ্বোধন হয়।
৬. ১৮৭৫ সালে কলকাতায় দ্য স্টেটসম্যান ইংরাজী দৈনিক পত্রিকা সংযুক্তরূপে প্রকাশ শুরু করে।
৭. ১৮৭৮ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রি লাভের সুযোগ পান।
৮. ১৯১২ সালে ইতালিয়রা সর্বপ্রথম বিমান থেকে প্রচারপত্র বিলি করে লিবিয়ার আকাশে।
৯. ১৯২২ সালের ১৫ জানুয়ারি নেদারল্যান্ডের রাজধানী হেগে স্থায়ী আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়।
১০. ভারতের বিহারে ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজার মানুষের প্রাণহানি হয় ১৯৩৪ সালের ১৫ জানুয়ারি।
১১. নেপালের রাজা মহেন্দ্র সংবিধান বাতিল করে সরাসরি শাসনক্ষমতা হাতে তুলে নেন ১৯৬০ সালের একই দিনে।
১২. ১৭৫৯ সালের এই দিনে লন্ডনে মানুষের ইতিহাস ও সংস্কৃতির জাদুঘর ব্রিটিশ মিউজিয়ামের উদ্বোধন হয়। এটি প্রতিষ্ঠিত হয় ১৭৫৩ সালে।
১৩. ১৯৭৮ সালের ১৫ জানুয়ারি ইরানী জনগণের বিপ্লবী আন্দোলন যখন তুঙ্গে ওঠে,তখন ইরানের শাহী রাজবংশের সর্বশেষ শাসক রেজা শাহ পাহলভি চিকিৎসার অজুহাত দেখিয়ে ইরান থেকে পালিয়ে যায়।
১৪. ১৯৭৮ সালের এই দিনটিতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার পিপলস রিপাবলিক অব চীনকে স্বীকৃতি দেন এবং তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।
১৫. ১৯৯৭ সালে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে হেবরন চুক্তি স্বাক্ষরিত হয়।