ধূমকেতু প্রতিবেদক, রাবি : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাদা দল ।
১৬ জানুয়ারি (রোববার) জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদা দল) ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রফেসর ড. এনামুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় অধ্যাপক ড. তাজমেরীকে তার বাসা থেকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণের ঘটনা অসম্মানজনক, লজ্জাজনক এবং উদ্বেগজনক। খ্যাতিমান এ শিক্ষককে মিথ্যা ও বানোয়াট মামলা বাতিল করে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন শিক্ষকবৃন্দ।