ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : গত শনিবার দুপুর থেকে বিদ্যুৎ যাওয়া আসার খেলায় মেতেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর পুঠিয়া জোনাল অফিস। আর বিপাকে পড়েছে পুঠিয়া উপজেলার ৭৪ হাজার এক শত ৪০ এর বেশি গ্রাহক। আর কোনোভাবেই থামছে না পল্লী বিদ্যুতের লোডশেডিং।
জানা গেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর আওতাধীন পুঠিয়া উপজেলা। এলাকায় বিদ্যুতের আসা-যাওয়ার খেলায় অশিষ্ট সাধারণ মানুষ।
নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি ১ এর পুঠিয়া জোনাল অফিস সূত্রে জানা যায়, পুঠিয়া উপজেলায় বিদ্যুৎ ব্যবহারকারী সংখ্যা ৭৪ হাজার এক শত ৪০ এর বেশি গ্রাহক ।
আবাসিক -৬৬২০২,বানিজ্যক-৫৮৮১,দাতব্যপ্রতিষ্ঠান-৯০৮,রাস্তার বাতি -৪২,শিল্প- ৫৯০,ও সেচ কাজে ব্যবহার পাম্পের সংখ্যা-৫১৭। তবে বর্তমানে জাতীয় গৃহে বিদ্যুতের ঘাটতির কারণে গ্রাহকদের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। পুঠিয়া উপজেলার জন্য প্রতিদিন প্রয়োজন ১৮.৫ মেগা ওয়ার্ড বিদ্যুৎ। যা বর্তমান চাহিদার অনেক উপরে। বর্তমানে বিদ্যুৎ পাচ্ছি আমরা ৮ থেকে ৯ মেগা ওয়ার্ড চাহিদা তুলনায় অর্ধেক এই কারণেই বর্তমানে এত লোডশেডিং চলমান হয়েছে। উৎপাদন কম থাকার কারণে এই সমস্যাটি সৃষ্টি হয়েছে যখন উৎপাদন আবার ঠিক হয়ে যাবে ।
রোপা আমন ধান চাষি সুইট হোসেন বলেন, বিদ্যুৎ না থাকাই আমরা জমিতে পানি সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের জমিতে ধানে এই মুহূর্তে থোর আসার সময় হয়ে আসছে বৃষ্টিপাত কম হওয়ায় জমিতে খুব একটা পানিও নেই। এ সময় ধানের জমিতে প্রয়োজন প্রচুর পানি। এই পানি যদি ধান ক্ষেতে সঠিক সময় যে পরিচর্যা না করতে পারি তাহলে বেশিরভাগ ধান ছিটা হয়ে যাবে। সেজন্য আমরা ধান নিয়ে এই মুহূর্তে চরম বিপদের মধ্যে আছে। জানিনা এই সমস্যার সমাধান কিভাবে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, কিছু ধানে থোর এসেছে এবং কিছু ধানে থোর আসবে এ সময় ধানের জমিতে পানি থাকা খুব জরুরী দরকার। যদি জমিতে পানি না থাকে তাহলে ফলন অনেক কমে যাবে বলে জানান এই কর্মকর্তা।
পল্লীবিদ্যুৎ সমিতি-১, পুঠিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আহসানুল করিম বলেন, আপনারা অবগত আছেন দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে যান্ত্রিক ত্রুটির কারণে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটিও অচল হয়ে পড়ে। সেই সাথে দেশের ডিজেল চালিত কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে তাই জাতীয় গ্রেট থেকে বিদ্যুৎ এখন কম বিদ্যুৎ পাওয়ার কারণেই গ্রাহক সেবাতে এমন ভোগান্তি দেখা দিচ্ছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew