ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থিদের শহরে সরকারি বাহিনীর হামলায় দুই বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে বিদ্রোহীরা।
রুশ বার্তা সংস্থা আরআইএ’র প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
স্বঘোষিত লুহানস্ক প্রজাতন্ত্রের প্রতিনিধির বরাতে আরআইএ জানায়, রোববার রাতে শহরটিতে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।
সোমবার সকালে ইউক্রেনের পূর্বাঞ্চলের আরেক বিচ্ছিন্নতাবাদী শহর দোনেৎস্কে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
এদিকে রাশিয়া বলেছে, তারা ইউক্রেনে সহিংসতা বেড়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন।