ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বিমানবন্দরটির প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
সিএনএন ও বিবিসির রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, ইভানো-ফাঙ্কিভস্ক শহরের একটি বিমানবন্দরে এ হামলা চালানো হয়। শহরের মেয়র রাসলান মার্টসিঙ্কিভ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে এই হামলায় কোনো হতাহতের খবর মেলেনি। ইউক্রেনে তৃতীয় কোনো বিমানবন্দরে এটি রুশ বাহিনীর হামলা।
প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, তারা শহরজুড়ে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ইউক্রেনের গণমাধ্যমের খবরেও বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভভ শহরে সামরিকঘাঁটিতে রুশ বাহিনীর হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৭ জন।
লিভভ অঞ্চলের গভর্নর মাকসিম কোজিস্কির বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তিনি জানান, বিস্ফোরণের ফলে সামরিকঘাঁটিতে লাগা আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।
লিভভের গভর্নর আরও জানান, রাশিয়ার সেনারা ৩০টি রকেট ছুড়েছে। হতাহতদের উদ্ধারে কয়েকটি অ্যাম্বুলেন্স সেখানে গেছে।
এ ছাড়া আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তাকেন্দ্রে (আইপিএসসি) নামে এই সামরিকঘাঁটিতে রবিবার রুশ সেনারা আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।
এদিকে ইউক্রেন জানিয়েছে, আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে (আইপিএসসি) বিদেশি সামরিক প্রশিক্ষকরা কাজ করছেন। কেন্দ্রটি লিভভ থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ইয়াভোরিভ জেলায় অবস্থিত এবং এটি একটি সামরিক প্রশিক্ষণ ক্ষেত্র।