ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ৪৬ হাজার বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করা হয়েছে। রবিবার এমন দাবিই করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা প্রতিষ্ঠান-এসইএস।
সংস্থাটি জানিয়েছে এক দিনেই ২ হাজার ৭০০ বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে।
সবমিলিয়ে এ পর্যন্ত ৪৬ হাজার ২৭৫টি বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়েছে এসইএস।
এ বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সেনা অভিযান শুরু করে। বেলারুশ ও তুরস্কে কয়েক দফা বৈঠক করেও দুই দেশ এখনও যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news