ধূমকেতু নিউজ ডেস্ক : ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের। প্রধান নির্বাহী হিসেবে পাওয়া বেতন তথা উপার্জিত অর্থ নিজ বাসাতেই স্তূপ করে রাখেন তিনি।
এ বিষয়ে স্থানীয় এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমার উপার্জিত অর্থ আমি বাসাতেই স্তূপ করে রাখি।’
শনিবার (২৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
ক্যারি লাম বিশ্বে সবচেয়ে বেশি বেতন পাওয়া সরকার প্রধানদের অন্যতম। তার ব্যাংক অ্যাকাউন্ট না থাকার মূল কারণ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। তিনি ৫২ লাখ হংকং ডলার বাৎসরিক বেতন হিসেবে পান। যা মার্কিন ডলারে ৬ লাখ ৭০ হাজার (৫ কোটি ৬৮ লাখ টাকা)।
হংকংয়ে চীনের নতুন নিরাপত্তা আইন জারির জেরে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয় বেইজিং সমর্থিত হংকং প্রশাসনের প্রধান ক্যারি লামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। ফলে কোনো ব্যাংকেই তারা অ্যাকাউন্ট খুলতে পারছেন না।
দৈনন্দিন প্রতিটি কাজে তিনি নগদ অর্থ ব্যবহার করেন বলে সাক্ষাৎকারে জানান। তিনি বলেন, ‘আপনার সামনে হংকংয়ের প্রধান নির্বাহী বসে আছেন যার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই।’
ক্যারি লাম বলেন, ‘আমার ঘরে অর্থে স্তূপ রয়েছে। সরকার আমাকে নগদ (হাতে) বেতন প্রদান করে।’
যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার বিষয়টি তিনি ‘খুবই অসম্মানজনক’ ও ‘অযৌক্তিক নিষেধাজ্ঞা’ বলে উল্লেখ করেন।
এফআর/এমকেএইচ