ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা এক কোটির ঘর ছাড়িয়েছে আগেই। এবার সেই পথে এগোচ্ছে ভারতও।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৮১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩
লাখ ৯২ হাজার ৯১৯ জন।
এই সময়ে কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯৬ জন। এখনও পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার ৬৯৬ জনের মৃত্যু হয়েছে দেশে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ২৯৮ জন সুস্থসহ মোট ৮৮ লাখ ২ হাজার ২৬৭ জন কোভিড রোগীই সেরে উঠেছেন।
রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতেই ৮৯ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে মারা গেছেন ৮৮ জন। পশ্চিমবঙ্গে ৫২ জন প্রাণ
হারিয়েছেন।
এ ছাড়া হরিয়ানায় ৩০, পাঞ্জাবে ২৮, কেরালায় ২৫, উত্তরপ্রদেশে ২১, রাজস্থানে ১৯, ছত্তীসগড়ে ১৭, গুজরাটে ১৫, তামিলনাড়ুতে ১৩, মধ্যপ্রদেশে ১৩, উত্তরাখণ্ডে ১৩, কর্নাটকে ১২ ও হিমাচল প্রদেশে ১১ জনের মৃত্যু হয়েছে করোনায়।
বর্তমানে ভারতের মধ্যে মহারাষ্ট্রেই করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর। রাজ্যটিতে এ পর্যন্ত ১৮ লাখ ১৪ হাজার ৫১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৪৬ হাজার ৯৮৬ জন।
তবে বিশ্ব তালিকায় প্রথম স্থানে থাকা আমেরিকার তুলনায় ভারতের পরিস্থিতি আশাব্যঞ্জক বলে দাবি করা হচ্ছে। বর্তমানে আমেরিকায় দৈনিক আক্রান্ত ২ লাখে গিয়ে ঠেকেছে। গত শুক্রবারই দেশটিতে ২ লাখ ৫ হাজার ২৪ জন নতুন করে শনাক্ত হয়েছেন।
শনিবার তা কিছুটা কমলেও ১ লাখ ৫০ হাজার ১৫১ জন ফের আক্রান্ত হন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত ১ কোটি ৩২ লাখ ৩৮ হাজার ৪৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে এখনও পর্যন্ত ৬২ লাখ ৯০ হাজার ২৭২ জনের দেহে করোনা ধরা পড়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া