ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। (১৪ অক্টোবর) মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় ভালুকগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুঠিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ রাজু আহম্মেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,১৭ বছর আপনারা লড়াই সংগ্রাম যে করেছেন সেই সংগ্রামের অধিকার আপনার এখনো কিন্তু ফিরে পাননি। সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে, ধানের শীষের জন্য প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইবেন। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সবাই একসাথে থাকলে
পুঠিয়াতে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারবো আমরা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সনিয়র-সহ-সভাপতি উপজেলা মৎস্যজীবী দলের মোঃ মজিবর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা। ভালুকগাছি ইউনিয়ন বিএনপি আহবায়ক মোঃ নাজমুল গনি পিন্টু,ভালুকগাছী ইউনিয়নের বিএনপি সদস্য সচিব মোঃ তৌহিদ
(মাস্টার)। ভালুকগাছী ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান,পুঠিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি নাজমুল হক মুক্তা,পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আমিন রঞ্জু (হাজি), পুঠিয়া উপজেলা স্বেচ্ছাবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মিলন, ভালুকগাছি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাহেন আলী, পুঠিয়া পৌর মৎস্যজীবী সভাপতি হযরত আলী, পুঠিয়া পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম আলো স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হক মিলন, জেলা ছাত্রদলের সদস্য হাসেম আলী, ৪ নং ভালুকগাছি ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, পুঠিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিব মাহমুদ । এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


