ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন ও ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান রাজুর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১০ এপ্রিল) বেলা ১১টায় এস এস সি ব্যাচ-২০১৫ সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পাবনা-সুজানগর সড়কের এন এ কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাব্বির হাসান শাওন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রবিন হাসান সম্রাট, শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও তানভির হাসান প্রমুখ।
ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ছাত্রলীগ নেতা নয়ন ও আসাদুজ্জামান রাজুকে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার সহ দুই ছাত্রলীগ নেতার মুক্তির দাবি জানান তারা।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার এস আই রুহুল আমীন জানান, গত ১৩ ডিসেম্বর পাবনা সদর থানার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া বাজারে হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র নাসিম খুন হন। সেই হত্যা মামলায় রেদওয়ান নয়ন ও আসাদুজ্জামান রাজু নামে দুইজনকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়।