ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও মারধরে তিন নারীসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের শিশইল গ্রামে হামলা ও মারধরের এ ঘটনা ঘটে।
মারধরে আহতরা হলেন, আব্দুল করিম শাহের স্ত্রী মরিয়ম বিবি (৬৫), ছেলে আব্দুর রাজ্জাক (৫০), আলম হোসেন (৩৪), আব্দুর রাজ্জাকের স্ত্রী চম্পা খাতুন (৪৫) ও আলমের স্ত্রী নাসরিন আক্তার (২৮)।
স্থানীয় ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শিশইল গ্রামের মোসলেম উদ্দিন মাষ্টার গংদের সঙ্গে ভূক্তভোগী পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ মঙ্গলবার বিবাদমান জমি জবরদখল করে বেড়া দিয়ে ঘিরে দেন মোসলেম উদ্দিন গংরা। এসময় বাধা দিতে গেলে মোসলেম উদ্দিন, তাঁর দুইছেলে আসাদুল ইসলাম ও এমদাদুল হকসহ ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে দেশিয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করে।
অন্যদিকে অভিযুক্ত মোসলেম উদ্দিন মাষ্টার জমি জবরদখল, হামলা ও মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের ব্যক্তিমালিকানার জমিতে বেড়া দেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন এসে বাধা দেন। এসময় উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটেছে।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ মামলা করেননি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।