ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপত্বি করেন ইউএনও (ভারপ্রাপ্ত) জাকির হোসেন।
অনুষ্ঠানে ৪০জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্চয় কুমার সরকার, এলজিইডি প্রকৌশলী শাওন ইসলাম, মৎস কর্মকর্তা মনিরুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী, প্রেসক্লাবের সহ সভাপতি কামরুজ্জামান সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা।