ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে কবি এস এম আব্দুর রউফ এর আধ্যাত্বিক তত্ত্বমূলক সঙ্গীত ও শিল্পকর্মে উপর সাধু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) বিকেল চারটায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ হলরুমে এই সাধু সমাবেশ অনুষ্ঠিত হয়। সোনার বাংলা সংগীত নিকেতন এর আয়োজনে সাধু সমাবেশে সভাপতিত্ব করেন ধামইরহাটে সরকারি এমএম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
সমাবেশে আরও বক্তব্য প্রদান করেন নওগাঁ ফয়েজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ ডঃ মোহাম্মদ আইয়ুব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, কবি আহম্মদ হোসেন বাবু, কবি গুলজার রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক এম এ হোসাইন, সিনিয়র প্রদর্শক তোজাম্মেল হোসেন, সঞ্চালক গ্রন্থগারিক জোসনা আরা বেগম, সোনার বাংলা সংগীত নিকেতনের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক এম এ মালেক, ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুসা স্বপন, সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
সাধুদের ত্যাগী জীবন থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে প্রয়োগ করলে দ্রুত সুশীল সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব বলে ইউএনও আরিফুল ইসলাম মতামত পোষণ করেন।