ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ডিবি পুলিশ পরিচয়ে অমুল্য চন্দ্র মন্ডল নামের এক চাতাল ব্যবসায়ীকে অপহরণ করে ২ লাখ ৩ হাজার টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে।
বুধবার (৩ মে) বেলা ৩ টার দিকে উপজেলার হাট চকগৌরী বাজার এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। পরে তাকে মারপিট তার কাছে থাকা ২ লাখ ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে বগুড়ার মোকামতলায় রাস্তার পার্শ্বে তাকে ফেলে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। অমূল্য চন্দ্র মন্ডল বুধবার দুপুরে নওগাঁর একটি ব্যাংক থেকে ২ লক্ষ টাকা উত্তোলন করে বাসযোগে চকগৌরী নেমে সে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন।
এ সময় পথিমধ্যে ডিবি পুলিশ পরিচয়ে জোর করে একটি মাইক্রোবাসে তাকে তুলে নেয়। অমূল্য চন্দ্র মন্ডল নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের গুনিগাছ গ্রামের মৃত অতুল চন্দ্র মন্ডলের ছেলে। তিনি চকগৌরী এলাকায় পূর্ণিমা চাল কল ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। পরবর্তীতে সে তার পরিবারের লোকজনকে মুঠোফোনে বিষয়টি জানালে পরিবারের লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।