ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলের সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান আলী ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রজিউন)।
মরহুম শাহজাহান আলীর একমাত্র ছেলে আবু সায়েম জানান, তিনি দীর্ঘদিন যাবত মাথার অসুখে ভুগছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল হাসপাতালে তাঁর অসুখ শনাক্ত করতে না পারায় কিছুদিন পূর্বে ভারতের চেন্নাইতে চিকিৎসাকালে তাঁর ব্রেন ক্যান্সার ধরা পড়ে। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগির অবস্থা ভাল না হওয়ায় তাঁকে দেশে ফেরত পাঠান।
তিনি আরও জানান, তার শারিরিক অবস্থা খারাপ হলে স্বজনরা গত ২২ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ জুলই রাত সাড়ে ১০টায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, পাঁচ মেয়ে অসংখ্য ছাত্র-ছাত্রী ও আত্মীয়স্বজন রেখে যান। তিনি সোনামসনা ইয়াতিমখানা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।