ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ক্যাম্পাসে স্কাইলাইট হলে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা বাউয়েট বিজনেস ফেস্ট ২.০ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি, রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ শামীম হোসেন, বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন, প্রফেসর ড. কাজী খাইরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সায়মা আশরাফী, বাউয়েট বিজনেস ক্লাবের সভাপতি এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
সমাপনী অনুষ্ঠানের আগে ‘এন্টারপ্রেনিরিয়াল থিংকিং এন্ড ইনোভেটিভ বিজনেস মডেল ডেভেলোপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রধান আলোচক হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নুর উন নবী। সঞ্চলনা করেন উক্ত বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান ও শাহানাজ মুন্নি।
উল্লেক্ষ্য এই প্রতিযোগিতায় ০৩ টি ইভেন্টে (কেস ক্র্যাকিং কম্পিটিশন, বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন ও কুইজ কন্টেস্ট) বিভিন্ন বিভাগের সর্বমোট ৩১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান করেন।