ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে নাশকতার মামলায় জামায়াতের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
বুধবার (২৫ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে কাওসার আরিফ (৪৫)।
নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।