ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে দুইদিন ব্যাপি মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার ও সোমবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ (নতুন কারিকুলাম) বাস্তবায়নে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের এ মা সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আফসার আলী প্রামাণিক।
এতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিমুদ্দীন সরদার। আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ, একাডেমিক সুপারভাইজার প্রদ্বীপ কুমার সরকার, সহকারী প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার।
এসময় উপস্থিত ছিলেন, আইসিটি শিক্ষক আবু সাইদ, কৃষি শিক্ষক শাহাদৎ ওয়াসীম, অভিভাবক হাসি রাণী সেন, রিভা বেগম প্রমুখ।