ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
শনিবার সকালে শহরের কানাইখালী মাঠ ও বড়হরিশপুর শেরে-ই-বাংলা স্কুল মাঠ ও পিটিআই সহ পৌরসভার বিভিন্ন স্থানে ৪ হাজার ৬শ পরিবারের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন তিনি।
শফিকুল ইসলাম শিশুল বলেন, প্রধানমন্ত্রী অসহায় মানুষের খাদ্যের যোগানের পাশাপামি গৃহহীনদের মাথা গোজার ঠাঁই করে দিচ্ছিন। যা বিশ্বের মাঝে ইতিহাস হয়ে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাসসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।