ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে কঠোর লকডাউনের ২য় দিনে রাস্তায় তেমন যানবাহন চলাচল করেনি। এলাকার সকল দোকানপাটও বন্ধ ছিল। লকডাউন বাস্তবায়ন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সার্বক্ষণিক মাঠে ছিল।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম লকডাউন বাস্তবায়নে শনিবার বিকেলে আত্রাই নদীর উপর নির্মিত আত্রাই সেতুর দক্ষিণ পাশে আঞ্চলিক মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পারিচালনা করেন। এসময় তিনি একটি দইয়ের কারখানায় অভিযান চালিয়ে অর্থদন্ড প্রদান করেন। এ ছাড়াও বিনা প্রয়োজনে মোটরসাইকেল ও রিক্সা ভ্যান বের করার অপরাধে মামলা ও অর্থ জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন, তার সাথে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক এমদাদুল হক পিন্টু।