ধূমকেতু নিউজ ডেস্ক : যুদ্ধবিরোধী বিক্ষোভের জেরে প্রায় ১ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করেছে রাশিয়ার পুলিশ। ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ার বেশ কয়েকটি শহরে এ বিক্ষোভ হয়েছে।
স্বাধীন পর্যবেক্ষকদের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানায়।
ওভিডি-ইনফো নামের ওই পর্যবেক্ষণ গ্রুপটি বৃহস্পতিবার জানায়, রাশিয়ার ৫১টি শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভ থেকে ১ হাজার ৩৯১ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করে পুলিশ।
পর্যবেক্ষণ গ্রুপটি জানায়, কেবল মস্কো থেকে গ্রেপ্তার করা হয়েছে ৭০০-এর বেশি মানুষকে। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেইন্ট পিটার্সবার্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও ৩৪০ জনকে।
গত বুধবার ইউক্রেনে আগ্রাসনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরই দেশটিতে স্থল, জল ও আকাশপথে হামলা শুরু করে রাশিয়া।
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে রুশ বোমা হামলা অব্যহত আছে। এ পর্যন্ত ইউক্রেনে ১৩৭ জন নিহত হয়েছেন বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।