ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবান বাহিনীর আফগানিস্তান দখলের পর সেখান থেকে আরও ১ হাজার ১০০ জনের বেশি মার্কিন নাগরিককে আমেরিকায় ফিরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার ১৩টি সামরিক উড়োজাহাজে করে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়। খবর বিবিসি।
এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩ হাজার ২০০ জনের বেশি মার্কিনকে ফিরিয়ে নেওয়া হলো।
এ ছাড়া আফগানিস্তানে তালেবানের হামলার ঝুঁকিতে রয়েছে— এমন প্রায় দুই হাজার আফগানকেও যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে।
রোববার তালেবানের হাতে কাবুল পতনের পর তড়িঘড়ি করেই নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে বাইডেন সরকার।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসের ৩১ তারিখের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ও নাগরিকদের ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।