ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ প্রদেশে তালেবানের গাড়িবহরে গুলি ও বোমা হামলা হয়েছে। বুধবার এসব ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন তালেবান সদস্য রয়েছেন। বাকি তিনজন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে দুটি শিশুও রয়েছে। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক বন্দুকধারী আফগানিস্তানের জালালাবাদ প্রদেশের রাজধানীতে একটি গ্যাস স্টেশনে তালেবানের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে দুই তালেবান সদস্য এবং ওই গ্যাস স্টেশনের এক কর্মী নিহত হন। এ সময় একটি শিশুও নিহত হয়।
অপর এক ঘটনায় আরেকটি শিশু নিহত হয়েছে এবং দুই তালেবান সদস্য আহত হয়েছেন। একটি গাড়িতে বোমা ফেলায় এ হতাহতের ঘটনা ঘটে। জালালাবাদ শহরের আরও একটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন আহত হয়েছেন। এসব হামলার দায় কোনো গোষ্ঠি স্বীকার করেনি।