ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, ফোনে তার তাইওয়ান প্রসঙ্গে কথা বলেছে। এছাড়া তাইওয়ান চুক্তি মেনে চলতেও সম্মত হয়েছেন। মঙ্গলবার তাইওয়ান নিয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।
বাইডেন বলেন, আমি শি জিনপিংয়ের সঙ্গে তাইওয়ান নিয়ে কথা বলেছি। আমরা সম্মত হয়েছি…তাইওয়ান চুক্তি মেনে চলব। এছাড়া তিনি আরও বলেন, আমি মনে করি, তিনি (চীনা প্রেসিডেন্ট) চুক্তির অন্যথা করবেন না।