ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের তালেবান সরকারের গোয়েন্দারা কাবুলের নালায় ৩ হাজার লিটার মদ ঢেলে দিয়েছেন। দেশটিতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ মদ জব্দ করার পর তা নালায় ফেলে দেয়া হয়।
আফগান সরকারের গোয়েন্দারা রোববার এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।
জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্সের (জিডিআই) প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, গোয়েন্দা সদস্যরা কয়েকটি ব্যারেল থেকে মদ কাবুলের নালায় ফেলে দিচ্ছেন।
রোববারই তালেবানদের এক ধর্মীয় নেতা টুইটারে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘মদ তৈরি ও সরবরাহ থেকে মুসলিমদের কঠোরভাবে বিরত থাকতে হবে।’