ধূমকেতু নিউজ ডেস্ক : দুই বছর আগে অর্থাৎ ২০১৯ সালের আগস্টে শুরু হয়েছিলো তারকাবহুল সিনেমা ‘পাপ-পুণ্য’র শুটিং। একটানা শুটিংয়ের মাধ্যমে সে বছরেই মাত্র এক মাসেই ক্যামেরা ক্লোজ করেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। চলতি বছরের জানুয়ারিতে চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর বিনা কর্তনে ছাড়পত্র পায়, সেইসঙ্গে হয় প্রশংসিত। এরপর কয়েক দফায় মুক্তির সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা পিছিয়ে যায়। অবশেষে পর্দায় আসতে চলেছে সিনেমাটি, এমনটাই জানান ‘মনপুরা’ খ্যাত নির্মাতা।
তিনি জানান, কয়েকবার মুক্তির সিদ্ধান্ত নিয়েও পরে তা পেছাতে হয়েছে। এখন ছবিটি মুক্তি দেওয়ার জন্য একদম প্রস্তত রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ফেব্রুয়ারি, ২০২২-এ মুক্তি পাবে ‘পাপ-পুণ্য’।
গিয়াস উদ্দিন সেলিম বাংলাদেশ জার্নালকে বলেন, ‘ছবিটির সেন্সর হয়ে গিয়েছে অনেক আগেই। এরপর কয়েকবার মুক্তির পরিকল্পনা করলেও তা সম্ভব হয়নি। যেহেতু এটা ইমপ্রেস টেলিফিল্মের ছবি, তারা ৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দিতে চাচ্ছেন। এখন আমরা সেভাবেই প্রস্ততি নিচ্ছি।
তিনি আরও বলেন, ‘‘স্বপ্নজাল’ এর পর অনেকদিন দর্শক আমার কাছ থেকে ছবি পায়নি, এখন তারা ‘পাপ-পুণ্য’ দেখতে পাবেন। আমি আগে যে দুটি ছবি বানিয়েছি, এ ছবিটি তার থেকে আলাদা। মানুষের মৌলিক তাড়না নিয়েই চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে। ৭০ বছরের বাংলা ছবির ইতিহাসে ‘পাপ-পুণ্য’ হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। চলচ্চিত্রের এই দুর্দিনে এমন ছবি প্রযোজনা করেছেন, এজন্য ইমপ্রেস টেলিফিল্মকে সাধুবাদ জানাই। সব শ্রেণীর দর্শকের জন্যই আমার ছবি। ‘পাপ-পুণ্য’ও তেমনই একটি চলচ্চিত্র। আশা করি, কেউ নিরাশ হবেন না।’
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুলসহ আরও অনেকেই।