নৌকার পক্ষে রাজশাহী জেলা যুবলীগের নেতৃবৃন্দের প্রচারণা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এএইচএম খায়রুজ্জামান লিটনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করার লক্ষে প্রচারণা চালাচ্ছেন রাজশাহী জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৪ মে) বিকাল ৫ টার দিকে নগরীর কাশিয়াডাংগা মোড়ে থেকে কাঠালবাড়িয়া পর্যন্ত প্রচারণা লিফলেট বিতরণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আযম সেন্টু, সহ সভাপতি আলমগীর মোর্শেদ রঞ্জু, মাহমুদ হাসান ফয়সল সজল, মীর আখতার মিতুল, মোজাহিদ মানিক।
আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, মাসুম আল রশিদ, সামাউন ইসলাম, সেজানুর রহমান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, গ্রন্থনা সম্পাদক শরিফুল ইসলাম রানাসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।