IMG-LOGO

বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে দুই শতাধিক আম গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগনাচোলে জেলা প্রশাসকের বিভিন্ন কর্মসূচি উদ্বোধনগোমস্তাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনগোমস্তাপুরে শিশুর পরিপুরক খাবার বিষয়ক উঠান বৈঠকরামনবমীর উৎসবে ভক্তদের মিলনমেলা মান্দার রঘুনাথ মন্দিরেমোহনপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন‘আত্মসর্মপণ করলে কুকিচিনকে পুনর্বাসন করা হবে’তৃতীয় ধাপে উপজেলায় ভোটের তফশিল ঘোষণাইসরাইলের পাল্টা হামলার হুমকিপাবনায় ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগরাণবীর-দীপিকার ঘরে আসছে নতুন অতিথিমহাদেবপুরে বিষ প্রয়োগে চার বিঘা জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১২সুচিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করলো জান্তানওগাঁয় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দম্পত্তি নিহত
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘শেখ হাসিনার নৌকার বিজয় হয়েছে বলেই দেশে উন্নয়ন হয়’

গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভা

‘শেখ হাসিনার নৌকার বিজয় হয়েছে বলেই দেশে উন্নয়ন হয়’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গোয়ালকান্দি দাখিল মাদ্রাসা মাঠে মাঠে গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত স্মরণসভায় উপস্থিত ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল আলী খরাদীর পরিচালনায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালীর পথপ্রদর্শক। তাঁর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। অথচ জাতির জনক সহ পরিবারের সদস্যদের নির্মাম ভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতা সহ পরিবারের সদস্যদের হারানোর শোককে অন্তরে ধারণ করে দেশবাসীর জন্য কাজ করে চলেছেন। তিনি ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ শান্তিতে আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যা করলেও স্বাধীনতা বিরোধীরা তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। শেখ মুজিবের আদর্শ নিয়ে ঐক্যবদ্ধ রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আরও বলেন, আওয়ামী লীগের আদর্শ অন্তরে থাকলে সেখান থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগের লেবাস পরে নৌকার সাথে মির্জাফরী করলে দলে ঠাঁই হবে না। মুজিবের আদর্শ নিয়ে সংগঠন করতে হবে। নৌকার বিজয় হয়েছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। নৌকার বিজয় মানে জনগণের বিজয়। নৌকায় ভোট দিয়ে কেউ প্রতারিত হয়নি। প্রধান অতিথি বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ কি মামা বাড়ির আবদার। জনগণের ভোট নিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করছে। জোর করে ক্ষমতায় নেই। যে চাইলেই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।

সেই সাথে পথভ্রষ্ট নেতাদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ করলে দলীয় শৃংখলা মেনে দল করতে হবে। ইচ্ছে মতো দলীয় এমপির বিরুদ্ধে ভুল এবং বিভ্রান্তকর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। পাগলের চিন্তা মাথা থেকে ফেলে দিতে হবে। বাগমারার আওয়ামী লীগ আগের যে কোন সময়ের চেয়ে সুসংগঠিত। সেই সংগঠন নিয়ে বাজে কথা বলে লাভ নেই। নৌকার বিরোধীতা করলে বাগমারায় ঠাঁই হবে না।

রক্তাক্ত বাগমারা এমনি এমনি শান্তির জনপদে পরিণত হয়নি। শান্তির বাগমারায় কোন অশান্তি সৃষ্টি করা যাবে না। নির্বাচন এলেই কিছু ব্যক্তির ষড়যন্ত্র বেড়ে যায়। বাগমারার জনগণ কোন ষড়যন্ত্রকে ভয় পায় না। বাগমারা সহ দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় ঘটানোর আহŸান জানান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

উক্ত স্মরণসভায় প্রধান বক্তা হিবেসে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।

আরও বক্তব্য রাখেন, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল সালাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সদস্য আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, রেজাউল হক, আনোয়ার হোসেন, মোজাম্মেল হক।

আরও উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ, এস.এম. এনামুল হক, হাচেন আলী, লোকমান আলী, আতাউর রহমান, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আমজাদ হোসেন, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার।

এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রাজু মোল্লা, দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা নাদিরুজ্জামান মিলন, আব্দুর রউফ, শাহাদৎ হোসেন শুভ সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ এবং আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।

স্মরণসভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news